Sylhet View 24 PRINT

সিলেটে আরো ২৯ জন ‘করোনা পজিটিভ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ২২:০৮:৩৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে আরো ২৯ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আজ শনিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সিলেটের ২৮ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে তিন চিকিৎসকও রয়েছেন।

এদিকে, আজ ঢাকায় নমুনা পরীক্ষায় হবিগঞ্জের ৩৭ জন করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ১০৬ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৭৬২ জন, সুনামগঞ্জে ১০৬২ জন, মৌলভীবাজারে ৫২২ জন ও হবিগঞ্জে ৭৬০ জন রোগী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/শাদিআচৌ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.