Sylhet View 24 PRINT

দক্ষিণ সুরমায় প্রাথমিক শিক্ষক সমিতির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ২০:৫০:২০

সিলেট :: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখা কর্তৃক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।



সমিতির দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি নাছির মাহমুদের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাসের শারিরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার উদ্দেশ্যে উক্ত ভার্চুয়াল সভা  রোববার রাত ৯ টায় অনুষ্টিত হয়।




ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খাঁন।


নাছির মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিপিইও আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, লুৎফুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির, কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সামছুদ্দীন মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেরা বেগম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন । 


এছাড়া এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সহ-সভাপতি স্বপন তালুকদার, ছাইদুল আলম রাজ্জাক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেবাংশু তালুকদার, আপ্তাব মিয়া, সদর উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক রহমত উল্লাহসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা উপজেলার অর্ধ-শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকবৃন্দ।


 সভায় বক্তারা ডিপিইও অসুস্থ মিটন চন্দ্র দাসের শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় মিটন চন্দ্র দাস এর শারিরিক অবস্থা উন্নতির কথা জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/৬ জুলাই ২০২০/ডিআর/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.