Sylhet View 24 PRINT

বিষাদের সেঞ্চুরির দিকে ছুটছে সিলেট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ২০:৫৬:৩৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সেঞ্চুরির সাথে ক্রিকেটের ওতপ্রোত সম্পর্ক। ব্যাটসম্যান যখন গৌরবের সেঞ্চুরির ঘরে পৌঁছে ব্যাট উঁচিয়ে ধরেন, সবাই তখন অভিনন্দনের ঢালি সাজায়। কিন্তু সিলেট যে সেঞ্চুরির দিকে ছুটছে, তা না গৌরবের, না অভিনন্দনের; পুরোটাই বিষাদে মাখা!

মহামারির কাল এখন। প্রাণ যাচ্ছে মানুষের, প্রতিদিন মৃত্যুর তালিকায় নাম ওঠছে।

সিলেটেও থেমে নেই মৃত্যুর ‘আস্ফালন’; ছুটছেই। ছুটতে ছুটতে এখন সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায়!

করোনাভাইরাসে আজ সোমবার অবধি সিলেটজুড়ে মারা গেছেন ৮৯ জন। ১১ জন হলেই পূর্ণ হয়ে যাবে সেঞ্চুরি।

সিলেট বিভাগের মধ্যে করোনাক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গেল ৫ এপ্রিল। সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা, সুনামগঞ্জের ছাতকের ডা. মঈন উদ্দিন ওই দিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি ১৫ এপ্রিল মারা যান ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

তবে সিলেটে করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি মৌলভীবাজারের রাজনগর উপজেলার গ্রামীণ হাটের সাঞ্চু মিয়া নামের এক ব্যবসায়ী। ৪ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকায়। নমুনা পরীক্ষায় দেখা যায়, তিনি করোনাক্রান্ত ছিলেন।

করোনায় ওই দিন (৪ এপ্রিল) মৃত্যুর যে যাত্রা শুরু হয়েছিল, তা চলছে এখনও।

স্বাস্থ্য অধিদফতর সিলে বিভাগীয় কার্যালয় জানিয়েছে, আজ সোমবার পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা সিলেট জেলায়। এ জেলায় মারা গেছেন ৭০ জন।

সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৬ জন ও হবিগঞ্জে ৬ জন মারা গেছেন।

মৃত্যুর যে সেঞ্চুরির দিকে সিলেটের যাত্রা, সে সেঞ্চুরি চান না কেউই।

সিলেটভিউ২৪ডটকম/৬ জুলাই ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.