Sylhet View 24 PRINT

বিশ্বনাথে এডিপি’র সেলাই মেশিন বিতরণ করলেন নুনু মিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১৯:৩৬:৪২

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ২০১৯-২০’র আওতায় সিলেটের বিশ্বনাথে প্রায় ৪ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে (প্রকল্প কমিটির মাধ্যমে) উপজেলার ৪৫ জন গরীব মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অতিথি ওই ৪৫ জনের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে  নুনু মিয়া বলেন, করোনা ভাইরাসের সময়ে যেখানে উন্নত বিশ্বের রাষ্ট্র প্রধানরা দেশ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, সেখানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের যোগ্যতা ও দক্ষতায় বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্ব-মহিমায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি নারীদের কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরন মিয়া, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, কার্যনির্বাহী সদস্য ফজর আলী মেম্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক রাসনা বেগম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, কামাল হোসাইন, আবদুল মতিন মেম্বার, দবির মিয়া, বিষু দে, জমির আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, জহির উদ্দিন, শহিদ খান আতা, সাঈদ মিয়া, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান খান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৮ জুলাই ২০২০/পিবিএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.