Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জে ৭০ শিক্ষককে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সম্মাননা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ০০:১৭:৩৩

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে বেসরকারী কিন্ডারগার্টেন ও মাদ্রাসা শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় ঢাকাদক্ষিণের দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জর ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছে। প্রতিষ্ঠান সরকারিকরণ, শিক্ষক সরকারিকরণ, অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবে আমরা সবাই নানা ভাবে সমস্যায় রয়েছি। এই করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে করোনা দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।

রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেলের সভাপতিত্বে ট্রাস্টের সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট হোসেন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

প্রধান অতিথি রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারী কিন্ডারগার্টেন ও মাদ্রাসা শিক্ষকদের আর্থিক অনুদান দেওয়াকে একটি অনুকরনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। প্রধান বক্তার বক্তব্যে বদরুল ইসলাম শোয়েব বলেন, করোনাকালে গৃহবন্দি শিক্ষকদের সম্মাননা দেওয়া একটি ভালো উদ্যোগ। এতে করে শিক্ষকরা উৎসাহিত হবেন। তিনি এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম করার জন্য রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্ট্রের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আব্দুল্লা আল মামুন, গোলাপগঞ্জ সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাবেক ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ সাবেক ছাত্রনেতা খায়রুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, সমাজসেবক রাজনৈতিক ব‍্যাক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জল, আব্দুল আজাদ, আব্দুল কুদ্দুস, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সুলতান আহমদ রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রেজারার শ‍্যামল আহমদ।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে অর্থ সংকটে থাকা ঢাকাদক্ষিণ ইউনিয়নের বেসরকারী ৯টি কিন্ডার গার্টেন ও ৪টি মাদ্রাসার সর্বমোট ৭০জন শিক্ষক শিক্ষিকার মধ‍্যে ৪হাজার করে সর্বমোট ২ লক্ষ ৮০ হাজার টাকার সম্মাননা প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৯ জুলাই ২০২০/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.