Sylhet View 24 PRINT

সিলেটে নেই করোনার নমুনাজট, পরীক্ষা বেড়েছে: সচিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১০ ১৮:৪৪:৫৮

সিলেট :: সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন করেছেন সিলেট বিভাগের করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব লোকমান হোসেন মিয়া। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

লোকমান হোসেন মিয়া বলেন, ‘বর্তমানে সিলেটে নমুনাজট নেই। কারণ আগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে দুই শিফটে কাজ হচ্ছিল। বর্তমানে তিনটি শিফটে কাজ চলছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষার হার বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘খাদিমপাড়ার এ হাসপাতালটি করোনা হাসপাতাল নয়। এটি একটি আইসোলেশন সেন্টার। এখানে উপসর্গ নিয়ে ব্যক্তিরা আসতে পারেন। এখানে আসলে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, হাসপাতালের আরএমও ডা. আবেদা বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০২০/ডেস্ক/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.