Sylhet View 24 PRINT

সিলেটে ছয় হাজারের দিকে ছুটছে করোনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ১২:৫৭:১০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছে ১০৩ জন। স্বাস্থ্য বিভাগ, সিলেটের সোমবারের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের তিন জেলার চেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় সোমবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ৩১২৫ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ১১৭৪ জন, হবিগঞ্জে ৯১১ জন এবং মৌলভীবাজারে ৬৮০ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতি এ ভাইরাসে। আর এ তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৮ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত মৃত্যুর ও সংখ্যা সিলেটে বেশি হলেও সুস্থতার হার কম। সুস্থতার দিকে থেকে চার জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা এগিয়ে রয়েছে। চার জেলায় মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ২৩১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮০ জন। আর সুনামগঞ্জ জেলায় ৮৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া, হবিগঞ্জে ৪০৫ জন এবং মৌলভীবাজারে ৩৭৭ জন সুস্থ হয়েছেন।

চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ২১৬ জন। এর মধ্যে সিলেটে ১০৪ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৫৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন চিকিৎসাধীন আছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.