Sylhet View 24 PRINT

শিশু-কিশোরদের অনলাইন বইপড়া প্রতিযোগিতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২২:৩৮:৪৬

সিলেট :: সিলেটে বইপড়ুয়াদের সংগঠন ইনোভেটর এর উদ্যোগে পরিচালিত অনলাইন বইপড়া প্রতিযোগিতায় এবার শিশু কিশোরদের জন্য বিশেষ আসরের আয়োজন করা হয়েছে। এ আসরে কেবলমাত্র তৃতীয় শ্রেণী থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে।

আগ্রহী শিক্ষার্থীদের এজন্য নাম নিবন্ধন করতে হবে। অনলাইন বইপড়া প্রতিযোগিতার সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি ও সুমিতা দাশ জানিয়েছেন, এ পর্বে শিক্ষার্থীরা  জনপ্রিয় লেখক জাফর ইকবাল এর কিশোর উপন্যাস ' টি রেক্সের সন্ধানে ' বইটি পড়ে আগামী ২৪ জুলাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে।

তারা জানান, সমস্থ প্রক্রিয়াটি ইনোভেটর বইপড়া উৎসব  এর ফেইসবুক পেইজের মাধ্যমে পবিচালিত হবে। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের ইনোভেটর বইপড়া উৎসব এর পেইজে দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, করোনাকালের শুরু থেকেই ইনোভেটর অনলাইন বইপড়া প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। ইতোমধ্যে এর ১৪টি আসর শেষ হয়েছে। পনেরতম আসরটি শুধু মাত্র শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ১৩ জুলাই, ২০২০ / প্রেবি / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.