Sylhet View 24 PRINT

সিলেটে বড় দুই নদীতে এখনও ‘বিপদ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ২০:০৮:৫৬

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বৃষ্টি ঝরার পরিমাণ কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সারাদিনে বৃষ্টি হয়েছে সামান্যই। কিন্তু তবু কমছে না সিলেটের বড় নদীগুলোর পানি। এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে।

আজ সন্ধ্যায় জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, মঙ্গলবার বিকাল ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা থেকে ২ সেন্টিমিটার নিচে নেমেছে। বিকাল ৩টায় বিৎপসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়া পানি বিকাল ৬টায় প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বিকাল ৬টায় প্রবাহিত হচ্ছিল।

ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা পানি ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল বিকাল ৬টা পর্যন্ত। তবে শেওলা পয়েন্টে এ নদীর পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে।

এদিকে, সারি ও লোভা নদীর পানি আজ কিছুটা কমেছে বলে জানিয়েছে পাউবো।

তবে সিলেটের সামগ্রিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে নিম্নাঞ্চলগুলো এখনও প্লাবিত। ফলে চরম দুর্ভোগে দিনযাপন করছেন এসব এলাকার মানুষ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.