Sylhet View 24 PRINT

শোকের মাসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৩ ১৬:৩৩:১৭

নিজস্ব প্রতিবেদক: শোকের মাস আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। সোমবার (৩ আগস্ট) দুপুরে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে, ৫ ও ৮ আগস্ট হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, ২০০৪ সালের ৭ আগস্ট গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা এবং গ্রেনেড হামলায় নিহত মো: ইব্রাহিম স্মরণে ঘাসিটুলাস্থ মজুমদারপাড়া ফয়জুল হক জামে মসজিদে মিলাদ মাহফিল।

এছাড়া ১৫ আগস্ট সকাল ৯টায় শোক র‌্যালী ও বাদ যোহর শাহ গাজী বুরহান উদ্দিন (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা। এসকল কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।  এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ উনার স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা জন্য নগরবাসীর প্রতি দোয়া কামনা করা হয় মতবিনিময় সভায়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,  মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সভাপতিমন্ডলির অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট কিশোর কুমার কর, তমন মিত্র, আব্দুর রহমান জামিল, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আজাদুর রহমান আজাদ,  জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বিধান কুমার সাহা ও অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ৩ আগস্ট ২০২০/ পিটি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.