Sylhet View 24 PRINT

এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৯:১১:০৫

এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার মামলায় এজহার নামীয় আসামীরা


নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ: সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা নং- ১০ (১১.৮.২০) দায়ের করেন।


উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমেদকে প্রধান অভিযুক্ত করে দায়ের করার পাশপাশি মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, উপজেলা যুবলীগের সদস্য জুনাব আলী।

এরমধ্যে মঙ্গলবার রাতে হাবড়া বাজার এলাকা থেকে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত দবির উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র।

এমপির গাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযুক্তদের মধ্যে দবির মিয়াকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় যোগদানের পথিমধ্যে (উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে) পুলিশি প্রটোকলে থাকা এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। হামলায় গাড়ির সামনের গøাস ফেটে যায়, তবে এমপি মোকাব্বির খানসহ তাঁর সঙ্গিয় লোকজন অক্ষত ছিলেন।

সিলেট ভিউ ২৪ ডটকম/ ১২ আগস্ট ২০২০/ পিটি/ পিবিএ/


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.