Sylhet View 24 PRINT

কমলগঞ্জে মনিপুরী বয়োজৈষ্ঠ মহিলাকে মারধর, বামছাস'র প্রতিবাদ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৩ ২১:০০:৪৭

সিলেট :: কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বয়োজৈষ্ঠ মহিলা চাউবিহান দেবীকে অপবাদ দিয়ে মারধর ও আহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি (বামছাস)।

বুধবার বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার নুরানী আবাসিক এলাকায় বামছাসের সভাপতি এইচ মনিলাল সিংহের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।  

সভায় বক্তব্য রাখেন বামছাসের উপদেষ্টা এম উত্তম সিংহ রতন, সাধারন সম্পাদক এস কেশব সিংহ, সাংগঠনিক সম্পাদক হিজম কৃষাণ সিংহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ময়েংবম মুকেশ, অর্থ সম্পাদক খোইস্নাম রজত। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অমানবিক ও নিষ্ঠুর এ অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে বামছাসের কর্মীরা দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবে।এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগীতা প্রদানেরও দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ৭নং আদমপুর ইউনিয়নের কাটা বিল গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত মণিপুরী ষাটোর্ধ মহিলা চাউবিহান দেবীকে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ সেপ্টেম্বর ২০২০/ জেএসি    

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.