Sylhet View 24 PRINT

গণতন্ত্রের স্বার্থেই জনগণ খালেদা জিয়ার মুক্তি চায়: নাসিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৫ ২০:২৪:২৬

সিলেট :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রকৃত কারামুক্তি ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার কোন বিকল্প নেই। গণতন্ত্রের স্বার্থেই জনগণ খালেদা জিয়ার মুক্তি চায়। তাই প্রত্যেক ওয়ার্ড বিএনপিকে আরো শক্তিশালি হতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বর্তমান সরকার তারেক রহমানকে দেশে আসতে বাধা প্রদান করছে। তাই দেশের জনগণকে সাথে নিয়ে সরকারের দুঃশাসন থেকে সবাইকে মুক্তি দিতে রাজপথে থেকে সবাইকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জুম এর মাধ্যমে দুই পর্বের ভার্চুয়াল মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহানগর বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।

ভার্চুয়াল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি রায়হান উদ্দিন মুন্নী, ২নং ওয়ার্ডের সভাপতি নিহার রঞ্জন দাস, ৬নং ওয়ার্ডের সভাপতি লুফুর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাদী মাছুম, ১৫নং ওয়ার্ডের সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলু, ২৫ নং ওয়ার্ডের সভাপতি মোতাহির আলী মাখন, ১৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাহির, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির মজুমদার, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুহেল বাছিত, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম খান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মখলিছ খান, ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলওয়ার হােসেন রানা, ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, ১৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক-আলী হায়দার মজনু, ১৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তারেক খান, ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ২৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জুবেদ প্রমুখ নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.