Sylhet View 24 PRINT

সিলেটে গণধর্ষনের ঘটনায় ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’র বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ১৯:০২:১৯

সিলেট :: “পরিস্থিতি কোন ভাবেই আর উপেক্ষা করার মত নয়। সিলেটের মানুষের আবেগ, অনুভূতি ও গৌরবের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী এমসি কলেজকে বারবার কলংকিত করার দায় রাজনৈতিক দৃর্বৃত্তদের। বিচারহীনতার সংস্কৃতি আজ ছাত্রলীগ নামধারী পেঁটোয়া বাহিনীকে এ পর্যায়ে নিয়ে এসেছে যে, পবিত্র ক্যাম্পাসে আজ গৃহবধু গণধর্ষণের স্বীকার হয়! আগামীকাল এরা নিজেদের সহপাঠিনীকে গণধর্ষণ করবে।”

শনিবার সিলেট বিকাল ৪টায় সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের উদ্যোগে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

সিলেটের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী এমসি কলেজে হোস্টেলে গত ২৪শে সেপ্টেম্বর রাতে গৃহবধূকে গণধর্ষণ করার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ সিলেট নামের একটি নাগরিক সংগঠন এই প্রতিবাদ কর্মসূচী পালন করে।

বিরুপ আবহাওয়ার মধেও তাৎক্ষণিকভাবে আয়োজন করা এই প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকেরা অংশ গ্রহন করেন।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম-এর সভাপতিত্বে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসুচীতে নগরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রজনৈতিক সংগঠনের ক্ষুব্ধ নেতারা সংহতি প্রকাশ করেন।

এড. দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, আশরাফুল কবির, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার নেতা নিরঞ্জন সরকার খোকন, বাসদ সিলেটজেলা শাখার সংগঠক প্রণব জ্যোতি পাল, প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলার নেতা সঞ্জয় কান্তি দাস, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্টি গুপ্ত, ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির, ঐতিহ্য সংরক্ষক ডা শাহজামান চৌধুরী বাহার, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবীর জুয়েল, আর্ট স্কুল-এর ইসমাইল গণি হিমন, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরাম নেতা নিরঞ্জন সরকার অপু, বাপা-সিলেটের সুপ্রজিত তালুকদার।


সিলেটভিউ২৪ডটকম/২৬ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.