Sylhet View 24 PRINT

বিশ্বনাথের দশঘর ইউপির তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ অক্টোবর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ২২:০৪:২৫

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ:: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। মামলা জটিলতার কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে আটকে ছিল দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর গত ২৪ অক্টোবর ইউনিয়নবাসীর বহুল প্রত্যাশিত নির্বাচনের তফসিল অবশেষে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার খবরে দশঘর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী ও জনসাধারণের মাঝে বইছে আনন্দের বন্যা।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইন ২০০১ এর বিধি ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসারে উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল বাংলাদেশ নির্বাচন কমিশনের সরকারী ওয়েবসাইটে প্রকাশ করা হয়। স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৪ অক্টোবর। ৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাচাই, ১২ অক্টোবর নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ, ১৩ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
সিলেটভিউ২৪ডটকম/ ২৬ সেপ্টেম্বর ২০২০/ প্রনঞ্জয়/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.