Sylhet View 24 PRINT

জাতীয় আইনগত সহায়তা সংস্থা সিলেট জেলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৯ ১৯:৪৮:১৯

সিলেট :: জাতীয় আইনগত সহায়তা সংস্থা সিলেট জেলা কমিটির এক সভা মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমানের সভাপতিত্বে এ সভায় অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান ও বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনাক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. মামুনুর রহমান ছিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমদ, অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ মুমিনুন্নেছা, পিপি মো. নিজাম উদ্দিন. জিপি মো. রাজ উদ্দিন, মেট্রোপলিটন পিপি নওশাদ আহমদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রাশিদা সাইদা খানম, এসএমপির ডিসি প্রসিকিউশন জাবেদুর রহমান, এডিএম এ এইচ এম মাহফুজুর রহমান, এডিশনাল এসপি মাহবুবুল আলম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, ডেপুটি জেলার মো. আবু সালাম, সমাজসেবা প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার শরিফা বেগম, এফআইভিডিভির কো-অর্ডিনেটর জিয়াউর রহমান শিপার ও ব্র্যাক লিগ্যাল এইড কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয় এ বছরের মার্চ থেকে এ পর্যন্ত প্রাপ্ত ৩৫২টি আইনি সহায়তার আবেদন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে লিগ্যাল এইড প্যানেলভুক্ত আইনজীবীদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া সভায় লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী মিছবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.