Sylhet View 24 PRINT

সিলেটে করোনামুক্ত হলেন সাড়ে ১০ হাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-০১ ১৬:৩৪:৫৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ৬ মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট  ১২৬৭০ জন।  বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১০৫২৬ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৩ জন। তবে গতকাল এ ভাইরাসে সিলেটে মারা যাননি কেউ।

অপরদিকে বিভাগে করোনা থেকে সেরে উঠেছেন ৭৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪০ ও সুনামগঞ্জের ৩৫ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হওয়া ১২৬৭০ জনের মধ্যে সিলেট জেলায় ৬৮৭০, সুনামগঞ্জে ২৩৪৫, হবিগঞ্জে ১৭৫৩ ও মৌলভীবাজার জেলায় ১৭০২ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬১ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৩ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৭৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৫২৬ জন। এর মধ্যে সিলেটে ৫৪৫৮,  সুনামগঞ্জে ২১৫৪, হবিগঞ্জে ১৩২৬ ও মৌলভীবাজারে ১৫৮৮ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।


সিলেটভিউ২৪ডটকম / ১ অক্টোবর, ২০২০ / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.