Sylhet View 24 PRINT

লক্ষিপাশা ইউপির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তুহিন বিজয়ী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২০ ২০:১৫:৫৩

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন ৩ হাজার ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মাহতাব উদ্দিন জেবুল পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।

আর নৌকা প্রতিক নিয়ে মাহমুদ আহমদ পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট ও ধানের শীষ নিয়ে আফজল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট। মোট ভোট পড়েছেছে ১০ হাজার ৭২৯। বাতিল হয়েছে ৮৩টি ভোট। ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১৭ হাজার ৯১১।

মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪ জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়।

সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০২০/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.