Sylhet View 24 PRINT

সিলেটেও হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৩ ১৭:০৩:২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সিলেটসহ সকল বিভাগীয় শহরগুলোতে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে হবে ঢাবির ভর্তি পরীক্ষা।

এদিকে, ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নম্ব বন্টনে পরিবর্তন আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে বন্টন করা হয়েছে। সবমিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাবির উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ‘মহামারির মধ্যে শিক্ষার্থী বিভাগ সুবিধার জন্য বিভাগীয় শহরে শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে সেখানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেব। আজকের সভায় নম্বর বণ্টন ও সার্বিক দ্বায়িত্ব নিয়ে কথা হয়েছে।’

‘পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা। আর আসন সংখ্যা ও ভর্তির আবেদন ফি গত বছরের মতোই।’

তবে ভর্তি পরীক্ষা কবে নাগাদ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মাকসুদ কামাল বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়টা এইচএসসির ফলাফল প্রকাশের উপর নির্ভর করছে। ফলাফল পাওয়ার পরপরই যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা পরীক্ষা তারিখ জানিয়ে দেব।’

সিলেটভিউ২৪ডটকম/২৩ নভেম্বর ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.