Sylhet View 24 PRINT

সিলেটে অস্বাস্থ্যকর তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৩ ১৮:৪৬:২৮

নিজস্ব প্রতিবেদক ::   সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সোমবার  নগরীতে রাস্তায় অস্বাস্থ্যকরভাবে তেল বিক্রিকালে ভোক্তা অধিকার আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা স্যানিটারি ইন্সেপেক্টর সিংদেন্দু ররকার জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা কয়া হয়। রাস্তায় মেশিনের সাহায্যে সরিষার তেল উৎপাদন ও বিক্রিকালে আল আল আমিন আহমদ রাহি নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। গণমাধ্যমকে তিনি বলেন, যেভাবে তেল প্রসেস করে বিক্রি করার কথা তারা তা করছেন না। করোনার সময়ে এভাবে তেল বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভোক্তা অধিকার আইনে তাকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ নভেম্বর ২০২০/শাহিন/জুনেদ





সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.