Sylhet View 24 PRINT

করোনা : সিলেটে কমছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, বাড়ছে স্বস্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৭ ১২:৩১:২২

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত কয়েকদিন ধরে করোনায় পজিটিভের সংখ্যা বাড়লেও কমেছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন করোনা রোগী। এই ২৮জনই সিলেট জেলায়।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ২ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৫৩৬। এ মধ্যে সিলেট জেলায় ৮৩৬৫, সুনামগঞ্জে ২৪৫৯, হবিগঞ্জে ১৮৮৮ ও মৌলভীবাজার জেলায় ১৮২৪ জন।

অপরদিকে বিভাগে একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। এর মধ্যে সিলেট জেলার ২৯ ও হবিগঞ্জের ১ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ৩০ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩৩২১ জন। এর মধ্যে সিলেটে ৭৬৪৪,  সুনামগঞ্জে ২৪০৫, হবিগঞ্জে ১৫৫৯ ও মৌলভীবাজারে ১৭১৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় কেউ মারা যাননি।  তাই আগের দিনের মতোই মোট মৃত্যুর সংখ্যা ২৪৩। এর মধ্যে সিলেট জেলায় ১৮০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২২ জন।


সিলেটভিউ২৪ডটকম / ২৭ নভেম্বর ২০২০ /  ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.