Sylhet View 24 PRINT

আখালিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বােধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৫ ১৮:৩৪:২৮

সিলেট :: সিলেট মেট্রােপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বলেছেন, তরুণ ও যুব সমাজই আগামী দিনের ভবিষ্যত। ভালাে কাজের মাধ্যমে তারাই সমাজকে এগিয়ে নিতে পারে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

শুক্রবার দুপুরে নগরীর আখালিয়ার বড়বাড়িতে হেল্প ফর পিপলস্ যুব সংগঠনের আয়ােজনে ও বীর হিরাে মানবিক টিমের সহযােগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এলাকার মুরুব্বী আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসােসিয়েশন (ইমজা)এর সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক সংবাদ ও কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আলী জেসনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি ডেইলি স্টারের সাংবাদিক শেখ নাসির, এলাকার মুরব্বি কনা মিয়া, টুকের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য তারেক মিয়া বাবুল, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈমুর রাজা, আখালিয়া নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক একরাম হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যমুনা টিভির সাংবাদিক মাইদুল রাসেল, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, এটিএন নিউজের ক্যামেরাপার্সন অনিল পাল, আলােকচিত্রী সাংবাদিক কৃতিশ তালুকদার, শহিদুল ইসলাম সবুজ, আশরাফ উল্লাহ ইমন প্রমূখ।

ফ্রি ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্ত নির্ণয় কার্যক্রমে অংশ নেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজিম আহমেদ, ডা. সুজন চন্দ্র পাল, ডা. অভি পাল, ডা. শফিকুল ইসলাম শাহরিয়ার, বীর হিরাে মানবিক টিমের সদস্য এসএমপির মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক সফি আহমদ, মেডিকেল টেকনােলজিস্ট সুমির চন্দ্র দেব, জামিল আহমদ, মুহিবুর রহমান সুয়েব, আকলিমা আক্তার আসফিয়া, রাবেয়া সুলতানা প্রমূখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.