Sylhet View 24 PRINT

ওসমানীনগরে সাদ উল্যা মেমরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ১৯:২৭:০৪

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের হাজী সাদ উল্যা মেমরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায় শীতার্থদের মধ্যে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। পারিবারিক উদ্যোগে গঠিত ট্রাস্টটির মাধ্যমে অসহায়দের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে আসছে উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসবপুর গ্রামের প্রবাসী পরিবারের।

অসহায় মানুষদের আর্থিক ভাবে সহায্য-সহযোগিতা ছাড়াও এলাকার অসহায়দের চিকিৎসা,ঘর নির্মান, মসজিদ মাদ্রাসাসহ সেবামূলক কর্মকান্ডে  আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন সাদ উল্যা মেমরিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দরা।ধারাবাহিকতায় রবিবার উপজেলার চরইসবপুরস্থ হাজী সাদ উল্যা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরনন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামলীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। করোনা মহামারিতে প্রবাসে নিজেরা গৃহবন্দি থেকেও আমাদের প্রবসীরা নাড়ীর টানে এলাকার অসহায়দের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছেন তা অপূরনীয়। ছাদ উল্যা ট্রাস্টের তত্বাবধানে এলাকার অসহায়দের অব্যাহত সহযোগিতার ধারাবাহিকাতায় শীতার্থদের কম্বল প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।

হাজী সাদ উল্যা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির,বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল,উপজেলা আওয়ামীলীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল,যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, রয়েল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন,ট্রাস্টি পরিবারের সদস্য পরিবারের সদস্য মাহমুদুর রেজা চৌধুরী অদুদ। এসময় লাইনে দাঁড়িয়ে কম্বল হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখাযায় এলাকার দুই শতাধিক দুঃস্থ লোকজনদের। অনুষ্ঠানে সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডালিম-১২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.