Sylhet View 24 PRINT

‘সেলফি ব্রিজের’ মুখে ইয়াবা বিক্রির চেষ্টা, র‌্যাবের জালে দুই কারবারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ১৬:৫১:৩১

সিলেট :: সিলেটের ‘সেলফি ব্রিজ’ খ্যাত কাজিরবাজার সেতুর মুখে ইয়াবা ট্যাবলেট বিক্রির চেষ্টাকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গতকাল রোববার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেট কাজিরবাজার ব্রিজের প্রবেশমুখ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খন্দকার হাফিজুর রহমান (৪৬) ও তুহিন আহমদ (৩২) নামের দুজনকে আটক করে।

হাফিজুর রহমান সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ আল-বারাকা আবাাসিক এলাকার খন্দকার ওলিউর রহমানের ছেলে ও তুহিন আহমদ নগরীর শেখঘাট বড় মসজিদ এলাকার মৃত গণি মিয়ার ছেলে।  

তাদেরকে পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


সিলেটভিউ২৪ডটকম / র‌্যাব-৯ / ডালিম-২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.