Sylhet View 24 PRINT

সিলেটের দুই ল্যাব মিলিয়ে করোনা শনাক্ত ‘৪’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২২ ২১:৩৪:২৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুই ল্যাবে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১ জন ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার (২২ জানুয়ারি) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সূত্র জানায়, ওসমানীতে নতুন শনাক্ত হওয়া ১ জন সিলেট নগরীর বাসিন্দা।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসি-আর ল্যাবের ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ (শুক্রবার) ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৫৩ জন।

এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৯৮১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি-৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.