Sylhet View 24 PRINT

সিলেটে মোবাইল ফোনে জুয়া খেলা, ৩জন গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১৪:০৯:৩৭

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্দরবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অ্যান্ডোয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৪ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন আবিয়াপাড়া গ্রামের কেতাব উদ্দিনের ছেলে জিকরুল মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন লাউরেগর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে কামাল হোসেন কামাল (৪০) ও বিশ্বনাথের পাড়ারগাঁও গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুর রহমান (২০)।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ । তিনি জানান, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে তীর শিংল নামের জুয়া খেলা পরিচালনা করে আসছে। তারা ৩জনই তীর শিলংয়ের এজেন্ট।

সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৩



সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.