Sylhet View 24 PRINT

সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্তাকিম লাইফ সাপোর্টে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ২০:১৩:৩০

সিলেট :: সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মুন্তাকিম ব্রেইন স্ট্রোক করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল রবিবার সকালে মটর সাইকেল চালিয়ে অফিসে আসার পথে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে স্থানীয় একজন ব্যবসায়ী তাঁকে প্রথমে পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। খবর পেয়ে সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকবৃন্দ হাসপাতালে ছুটে যান।

প্রাথমিক শিক্ষা, সিলেট এর বিভাগীয় উপপরিচালক মোসলেম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান চিকিৎসা কার্যক্রম মনিটরিং করছেন।

উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স যোগে আজ ঢাকায় নেয়ার চিন্তাভাবনা রয়েছে।

এদিকে, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ায় রাত সাড়ে এগারোটার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার্থে সংশ্লিষ্টয়ের সচিবের নিদের্শে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৮

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.