Sylhet View 24 PRINT

সৌদিতে লিফট ছিঁড়ে সিলেটের প্রবাসীর মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৬ ২০:৫৭:২৯

সিলেটভিউ ডেস্ক :: সৌদি আরবের দাম্মামে লিফট ছিঁড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাতে দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী মো. শাহীন খান (পনির) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নবম খন্ড গ্রামের আশরাফ খানের ছেলে। সৌদি আরবে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরের শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিল। এ সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে তার ওপর পড়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দেশটির আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/জাগো নিউজ /জিএসি-১৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.