Sylhet View 24 PRINT

নতুন ঠিকানায় সিলেট জেলা প্রেসক্লাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৭ ২২:৫০:২৪

সিলেট :: সিলেট জেলা প্রেসক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ বলেছেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শুরুতেই বড় কৃতিত্ব দেখাল। এতো দ্রুত বড় পরিসরের নতুন কার্যালয় হবে, তা কল্পনাও করিনি। এটা সংগঠনের জন্যে অনেক বড় সাফল্য। এ সফলতায় জেলা প্রেসক্লাব আরো এক ধাপ এগিয়ে গেল। নতুন কার্যালয় সূচনা করল নতুন দিগন্তের। এভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এ সংগঠন এগিয়ে যাবে। তিনি জেলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে বর্তমান কার্যনির্বাহী কমিটির পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

শনিবার বিকেলে (২৭ ফেব্রুয়ারি) মহানগরীর পূর্ব জিন্দাবাজারে সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আয়োজিত চা-চক্র তিনি বক্তব্য রাখছিলেন।

সংগঠনের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, ফখরুল ইসলাম, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, মনিরুজ্জামান মনির, মামুন হাসান, উজ্জ্বল মেহদী, নেহার রঞ্জন পুরকায়স্থ, আজমল খান, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান ও মো. শফিকুল ইসলাম (শফি)।

এছাড়াও বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, সহ সভাপতি এস. সুটন সিংহ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য-প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন ও মিঠু দাস জয়।

চা-চক্রে আরো উপস্থিত ছিলেন আনন্দ সরকার, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ, এম. এ মালেক,  রণজিৎ কুমার সিংহ, আশরাফ চৌধুরী রাজু, শেখ মো. লুৎফুর রহমান, মো. এনামুল কবীর, রাশেদুল হোসেন সোয়েব, মো. একরাম হোসেন, দিব্যজ্যোতি সী, মো. মনিরুজ্জামান রনি, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, জিকরুল ইসলাম, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ প্রমুখ।       
 
সভাপতির বক্তব্যে জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, সংগঠনের সদস্যরা আমাদেরকে আগামী দুই বছর সংগঠনের জন্যে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমরা সঠিকভাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সবাই আমাদের পাশে আছেন-এ বিশ্বাস নিয়েই নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছি।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম-১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.