Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে শেষ হলো উৎসবমুখর ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ১১:০৯:৪৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সমাপ্ত  হলো উৎসবমুখর ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ফেঞ্চুগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়েরর মাঠে দ্বৈত ব্যাডমিন্টনে প্রতি ম্যাচেই ছিল উপচে পড়া দর্শক। রবিবার (৭ মার্চ) রাতে চুড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খালেদ-মঙ্গাল জুটির এফ এন এন্টারপ্রাইজ। প্রতিপক্ষ নাঈম- মিজান জুটির রেজু ফাইটার কে ২-১ সেটে হারিয়ে জয়লাভ করে মোটরসাইকেল জিতে নেই এফ এন এন্টারপ্রাইজ।

উৎসবমুখর প্রতিযোগিতাপূর্ন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন রুহেল। খেলা পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান রফি ও মেহরাব হোসেন জুনেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ব্যাডমিন্টন উন্নয়ন কমিটির সভাপতি ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- দেশ সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ফেঞ্চুগঞ্জের কৃতীসন্তান রাহাত কবির খালেদ।

আরো বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদারুল আলম চৌধুরী নবেল, শিক্ষক ফয়জুল ইসলাম মানিক, কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সংবর্ধিত অতিথির পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- এম জে আহমেদ জাবেদ, ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ, উপদেষ্টা দেলওয়ার হোসেন পাপ্পু, ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, মাসার আহমদ শাহ্, খেলা পরিচালনা কমিটির সদস্য দিনার আহমদ শাহ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান। সমাপনী অংশে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


সিলেট ভিউ ২৪ ডটকম/ফরিদ/পিটি-৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.