Sylhet View 24 PRINT

ঐতিহাসিক ৭ই মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দিরাইয়ে ১০৭ জনের স্বেচ্ছায় রক্তদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ০০:২৯:১৯

সিলেট :: ১৯৭১ সালের ৭ই মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে  দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর বন্ধু মহলের আয়োজনে মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেটের কারিগরি সহযোগিতায় এবং বুস্টার্সের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পালিত হয়েছে।

সুনামগঞ্জের দিরাইয়ে কর্মসূচিতে দলমত নির্বিশেষে ১০৭ জন মহৎপ্রাণ ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।

বুস্টার্সের প্রধান সমন্নয়ক রাজিব কুমার রায় জানান, ৭ই মার্চের ৫০ বছরকে স্মরণীয় করে রাখার জন্য বুস্টার্স এই মানবসেবামূলক  উদ্যোগ গ্রহণ করে। রেড ক্রিসেন্টের কারিগরি সহযোগিতায় দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর ছাত্ররা উক্ত রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে দিরাইয়ে বসবাসকারী বিভিন্ন শ্রেণীপেশার ১০৭ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের সহযোগিতা করার জন্য সামাজিক সংগঠন 'স্বজন' রোভার স্কাউট দিরাইয়ের রোভার, এসএসসি ব্যাচ ২০০৫ দিরাই উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ধন্যবাদ।

উল্লেখ্য, রেড ক্রিসেন্টের কারিগরি সহযোগিতায় দিরাই মুক্ত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৭ই ডিসেম্বর আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিবছর শতাধিক মানুষ রক্তদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.