Sylhet View 24 PRINT

অস্থায়ী প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার বিষয়ে যা বললেন মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৬:৩৭:৩৬

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, যারা নতুনভাবে বিদেশে যাবেন তারা যাতে এখানে ভ্যাকসিন নিয়ে যেতে পারেন সে ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর যারা বিদেশ থেকে একেবারে চলে এসেছেন তারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সবার সঙ্গে সমান প্রক্রিয়ায় ভ্যাকসিন নিতে পারবেন।

সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোমবার (৮ মার্চ) দুপুরে মাসব্যাপী শুরু হওয়া নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী ইমরান।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ দেশের যারা বিদেশে অবস্থান করছেন অস্থায়ী হিসেবে, অর্থাৎ সে দেশের নাগরিক নন তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে এ ব্যাপারে চিন্তা করা হবে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম-৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.