Sylhet View 24 PRINT

৭ দফা দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৬:৫৫:২৮

সিলেট :: ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে রোববার জালালাবাদ থানা এলাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে থেকে মিছিল শুরু হয়ে তেমুখী গিয়ে মিছিল পরবর্তীতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রাশেদ আহমদ, সহ সভাপতি মোঃ আবদাল, কদমতলী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন রাজু, হুমায়ুন রশীদ চত্বর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ বিলাল, তালতলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন, জালালাবাদ থানা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদুর রহমান প্রমুখ।  

সভায় বক্তাগণ বলেন, হোটেল সেক্টরে শ্রমিকদের শ্রমিক হিসেবে প্রথম যে অধিকার নিয়োগপত্র, পরিচয়পত্র শ্রমিকদেরকে মালিকগণ দিচ্ছেন না। সেই প্রেক্ষিত সংশ্লিষ্ট সরকারি দপ্তর উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখছেন না। তাই আসুন নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরীসহ করোনার অজুহাতে ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণ মজুরী সহ পুণরায় নিয়োগ দিতে হবে।

বক্তগণ আরো বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের প্রচলিত আইন ও নিয়ম মেনে সংগঠন-সংগ্রাম ও শ্রমিকদের অধিকার আদায়ের প্রেক্ষিতে দীর্ঘ ২৭ বছর যাবৎ ধারাবাহিক ভাবে সংগ্রাম করে আসছে। এই সংগঠনের সুনাম নষ্ট করার জন্য মালিক-সরকার, প্রশাসনের দালালরা ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কোন প্রকার অনৈতিক কাজ, বা অনৈক ব্যক্তিদেরকে সংগঠনের কাজে দায়িত্ব দেয় না। তাই সকল প্রকার অনৈতিক কাজ যারা করেন তাদের সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.