Sylhet View 24 PRINT

লকডাউনেও সিলেটে থামছে না জুয়ার আসর, আটক ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ১৬:১০:২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মাহে রমজান ও লকডাউনের মধ্যেও সিলেটে থামছে না জুয়া খেলা। রাতের আঁধারে সিলেটে প্রতিনিয়ত বসছে জুয়ার আসর। পুলিশের খাঁচায় বন্দিও হচ্ছেন অনেক জুয়াড়ি। গতকাল শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও এর গালমশাহ পঞ্চায়েত কবরস্থান এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটককৃতরা হলো-জালালাবাদ থানার গালমশাহ গ্রামের আব্দুর রহমানের ছেলে রুহেন আহমদ (৪০), বানাগাঁও গ্রামের তজমুল আলীর ছেলে তহির মিয়া (৪০) ও খসরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার আলী (৪২)।     

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পঞ্চায়েত কবরস্থান সংলগ্ন উত্তর পাশে খোলা জায়গায় কয়েকজন লোক প্রকাশ্য স্থানে জুয়া খেলছে। ঘটনাস্থলে পুলিশের একটি দলের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়।দৌড়ে পালানোর  সময় আসামী রুহেন আহমদ , তহির মিয়া ও আনোয়ার আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী করে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩টি তাস, জুয়া খেলার ব্যবহৃত ১টি পাটি, খেলার বোর্ড হতে নগদ ৭০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ এপ্রিল ২০২১/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.