Sylhet View 24 PRINT

লকডাউনেও সিলেটে থেমে নেই করোনাভাইরাসের টিকাদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ২০:৫৩:৫১

জ্যেষ্ঠ প্রতিবেদক ::  চলমান লকডাউনের মধ্যেও সিলেটে থেমে নেই করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম।প্রতিদিনই সিলেট নগরীর ৩টি হাসপাতালে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ শনিবার করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নগরীর আরো ২৩শ' ৪৩ জন।   
   
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি হাসপাতালের টিকা গ্রহনের তথ্য পাওয়া যায়নি।

টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ২ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৩৫ জন ও নারী ৯১১ জন।    

এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ২১৭জন। এর মধ্যে পুরুষ ২০৩ জন ও নারী ৯৪ জন।  

সিলেটভিউ২৪ডটকম/১৭ এপ্রিল ২০২১/জুনেদ




সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.