Sylhet View 24 PRINT

সিলেটে করোনায় ৩১১ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ১৩:২০:০৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। গত এক বছরে করোনায় আক্রান্ত হয়ে ৩১১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আ্ক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭৫ জন। যার মধ্যে ৫৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। রবিবার (১৮ এপ্রির) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৬ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৭৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৯ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এরমেধ্যে সিলেটের ৬৭ জন ও মৌলভীবাজারের ১০জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ০৮৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ৩ জন।
 
গত এক বছরে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.