Sylhet View 24 PRINT

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যাকান্ডের প্রতিবাদে সিলেটে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ১৮:৩৬:৪৭

সিলেট :: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত এবং প্রায় অর্ধশত শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। আজ ররিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের পরিচালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ-সভাপতি লাকি রানী দাস, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, ছাত্রনেতা নাহিদ হাসান প্রান্তিক, মদন মোহন কলেজ ছাত্র ইউনিয়ন নেতা মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের তিনবেলা খাবার নিশ্চিত না করেই সরকার সারাদেশে লকডাউন দিয়েছে। এই গরিব মারার লকডাউনে একদিকে শ্রমিকরা ধুঁকে ধুঁকে মরছে, অন্যদিকে লুটেরাগোষ্ঠী আরও বিত্তশালী হচ্ছে। এই পরিস্থিতে বাঁশখালীতে শ্রমিকদের দীর্ঘদিন পাওনা মজুরি দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদে শ্রমিকরা যখন রাস্তায় নামলো তখনই মালিক পক্ষকে নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী গুলিবর্ষণ করে হত্যা করে পাঁচজন শ্রমিককে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করি।’

বক্তারা আরও বলেন, ‘বাঁশখালীর এই লাল আগুন সারাদেশে ছড়িয়ে যাবে। জনতার সঙ্গে বেঈমানি করে এদেশে কোনো সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবেনা। জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে গদি থেকে নামানো হবে।’

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৮

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.