Sylhet View 24 PRINT

সিলেটে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন আরো ১৯৫৩ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ১৯:০৪:৩৫

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেট নগরীর আরো ১ হাজার ৯৫৩ জন।

রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আরইবি ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।

টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, রবিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৫২০ জন। এর মধ্যে পুরুষ ৮৮০ জন ও নারী ৬৪০ জন।

আরইবিতে দ্বিতীয় ডোজ টিকা নেন ২০৮ জন। এর মধ্যে পুরুষ ১৭৮ জন ও নারী ৩০ জন।

এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে রবিবার দ্বিতীয় ডোজ টিকা নেন ২২৫ জন। এর মধ্যে পুরুষ ১৫৩ জন ও নারী ৭২ জন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.