Sylhet View 24 PRINT

সিলেটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৯ ২০:৩০:৩৯

সিলেট :: সিলেট সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর খেলা শুরু হয়েছে।

সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৯ মে) সকাল ১১টায় শাহী ঈদগাহস্থ দলদলি চা-বাগান মাঠে উপজেলার ৮টি ইউনিয়নকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।

সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচএমএ মালিক ইমন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের অ্যাডভোকেট আফসর আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আলী হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, সহকারি প্রোগ্রাম অফিসার শ্যামল চন্দ্র দাস, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফজলুল করিম ফুল মিয়া, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মাদ মাঈনুল জাকির, শাহপরাণ থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার বিপুল রায়, শাহী ঈদগাহের মুরব্বী ফজলুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী, ফুটবলার ইমরাজ আহমদ, জামিল আহমদ প্রমুখ।

ধারাভাষ্য প্রদান করেন জিয়াউল হক জিয়া। রেফারির দায়িত্ব পালন করেন ফয়েজ আহমদ, রিপন আহমদ ও সালা উদ্দিন রাজু। ৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি আব্দুল বাসিত।

খেলায় উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জালালাবাদ ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে জয়লাভ করে গতবারের চ্যাম্পিয়ন খাদিমনগর। ২য় ম্যাচে টাইব্রেকারে টুকের বাজার ইউনিয়নকে ৫-৪ গোলে খাদিমপাড়া, ৩য় ম্যাচে মোগলগাঁওকে ২-০ গোলে হারিয়ে হাটখোলা এবং সর্বশেষ ম্যাচে কান্দিগাঁওকে টাইব্রেকারে (৫-৪) হারিয়ে জয়লাভ করে টুলটিকর ইউনিয়ন।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) দল বাছাই করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.