Sylhet View 24 PRINT

সিলেটের ৬ উপজেলায় দু’দিন ৮ ঘণ্টা করে থাকবে না বিদ্যুৎ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৯ ২২:১৮:০৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের ৪ উপজেলা ও মৌলভীবাজারের ২ উপজেলার আংশিক জায়গায় আগামী রবি ও সোমবার (৩০ ও ৩১ মে) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলাগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলা। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন, ফেঞ্চুগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সনত কুমার ঘোষ। 

ওই বিজ্ঞপতিতে বলা হয়েছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্রের মাইজগাও ও পালবাড়ী ৩৩ কেভি ফিডারের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, রবি ও সোমবার (৩০ ও ৩১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের সকল এলাকা, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার কারণে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ
 




সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.