Sylhet View 24 PRINT

সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানী, হাসপাতালে ২৪০ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১২:২৭:১৬

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫০ জন। যার মধ্যে ২৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭ জন। রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৭ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৫০ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫১১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৫১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ০৫৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।
 
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৫



















সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.