Sylhet View 24 PRINT

গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৩:৫১:১২

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় কমিটির সদস্যরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় সহকারী কমিশনার ভূমি একে.এম.নূর হোসেন নির্ঝর জানান, গোয়াইনঘাট উপজেলায় ইজারাকৃত বালু মহাল গোয়াইনঘাট-১১৭। উক্ত বালু মহালের নির্ধারিত এলাকার বাহিরে রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা থেকে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো।

খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে দুটি বালু ভর্তি  নৌকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, জৈন্তাপুর উপজেলার সারী ও গোয়াইনঘাট উপজেলার পাঁচসৈতু বালু মহালকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে  ইজারা প্রদান করা হয়েছে। সুতরাং ওই দুটি বালু মহাল থেকে রয়েলিটি আদায়ের রশীদ সাথে নিয়ে গোয়াইন- চেঙ্গেরখাল নদী দিয়ে বালুবাহী চলাচল করলে কোন পক্ষ তাদের হয়রানি করতে পারবেনা। হয়রানির খবর পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহান উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, মাহবুব আহমদ, খালেদ আহমদ,গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের প্রমুখ।


সিলেট ভিউ ২৪ ডটকম/মতিন/পিটি-২২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.