Sylhet View 24 PRINT

নতুন বছরে ‘রঙের ফাঁনুস’ নিয়ে আসছেন রাজন খান (ভিডিও)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-১৪ ০০:০১:০১

নিজস্ব প্রতিবেদক :: ‘সজনী আগে মতো ভালবাইসা যা না রে, ভালোবাসার নেশা আমায় পুরাদমে পাইসে রে... মন যাতনা পিরীত কি তুই আমারে শিখাইলি...’- দেশ-বিদেশে সাড়া জাগানো এই গানটির জনক সিলেটের ছেলে রাজন খান। ছোটবেলা থেকেই গান পাগল এই তরুণ নিজের প্রথম গান দিয়েই বাজিমাত করেছিলেন।

‘মন যাতনা’ গানের শিরোনামেই প্রকাশ পায় তার প্রথম সলো ‘মন যাতনা’। এরপর ‘মন যাতনা-২’।

প্রতিনিয়তই স্টেজ শো। বিভিন্ন টিভি চ্যানেলে পারফর্মসহ সঙ্গীত নিয়েই পুরোদস্তুর ব্যস্ততা সুদর্শন রাজন খানের।

এবার নতুন বছরকে সামনে রেখে রাজন খান নিয়ে আসছেন তার তৃতীয় সলো অ্যালবাম। নাম দিয়েছেন ‘রঙের ফাঁনুস’।
 
অ্যালবামটিতে মোট গান রয়েছে ১১ টা। তার মধ্যে ৯ টি গানের কম্পোজ করেছেন সৈয়দ অাহসান কবীর ওয়ালী। বাকি দু’টি গান কম্পোজ করেছেন রানা আকন্দ। সব ধরনের গান নিয়েই রাজন সাজিয়েছেন অ্যালবামটি। ১১টি গানের মধ্যে দু’টি ডুয়েট গান রয়েছে।

ডুয়েটে রাজনের সাথে শিল্পী হিসেবে রয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নওরীন ও বাংলাদেশ আইডল বৃষ্টি।

গানগুলোর গীতিকার হিসেবে রয়েছে দেশের স্বনামধন্য গীতিকার আহমেদ খসরু, মাজহারুল ইসলাম জীবন, শাহ সোহেল আমিন, জাকের আহমদ, পাগল হাসান, মতিউর রহমান, তারেক আজীজ ও নয়ন রাজা।

গানগুলোতে সুরারোপ করেছেন সুরকার হিসেবে রয়েছেন মনোজ দেব, পাগল হাসান, আসাদ আফজল, নিপুন শাহ।

সিলেটভিউ২৪ডটকম'র সাথে আলাপকালে শিল্পী রাজন খান বলেন- সিলেটের বাউল সঙ্গীতসহ বাংলাগানকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তিনি কাজ করে যাবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ডিসেম্বর২০১৬/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.