Sylhet View 24 PRINT

ঘুরে আসুন শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর চা- বাগান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১১ ১১:৩৭:৫০

সিলেট :: এই শীতে পরিবার- পরিজন নিয়ে কোথায় বেড়াতে যাবেন, ভাবছেন? খোঁজ করছেন নিরিবিলি মনের মতো পরিবেশে পরিবারের সান্নিধ্যে কাটানোর জন্যে মনোমুগ্ধকর স্থান। আনন্দময় সময় কাটাতে পারেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে।

সমগ্র উপজেলায় ছড়ানো- ছিটানো ঘন সবুজের চা বাগান। আশপাশ জুড়ে উচুঁ- নীচু টিলার সমারোহ। এমন মনোমুগ্ধকর আরণ্যক পরিবেশে চা গাছ থেকে দু' টি পাতা একটি কুড়ি তোলার দৃশ্য আপনার বেড়ানো স্মরণীয় করে তুলবে।

টি ল্যান্ডস অ্যান্ড কনসোলিডেটেড কোম্পানি লিমিটেড, ইস্পাহানি টি কোম্পানি লিমিটেডসহ ছোট- বড় ৪৪ টি চা- বাগান রয়েছে শ্রীমঙ্গলে।

কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যে কোন বাগান ঘুরে দেখতে পারেন। দেখতে পারেন চা প্রক্রিয়াজাতকরনও। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন চা- বাগান দেখতে। বিমোহিত হন তারা।

চা- বাগান পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়। চা- বাগান দেখতে এবং প্রকৃতির অনাবিল স্বাদ পেতে দেশি- বিদেশি পর্যটকরা এখানে ছুটে আসেন। চা- বাগান দেখে অপার মুগ্ধতায় ভরে উঠে প্রকৃতিপ্রেমিদের মনপ্রান। চা- বাগানের মনোমুগ্ধকর এবং নয়নভুলানো নৈসর্গিক অপরুপ সৌন্দর্য পর্যটকদের আকৃস্ট করে সহজেই।

শ্রীমঙ্গলের চা- বাগান ভ্রমনপিয়াসীদের কাছে বেড়ানোর আকর্ষনীয় স্হান। মনোলোভাও। ১৮৮০ সালে শ্রীমঙ্গলের বালিশিরা উপত্যকায় চা আবাদ শুরু। পরে ধীরে ধীরে চা আবাদ সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়ে। যে কোন ছুটি উপভোগের জন্য আমাদের দেশে শ্রীমঙ্গলের জুড়ি মেলা ভার।

সিলেটভিউ২৪ডটকম/১১জানুয়ারি২০১৭/ডেস্ক/এএএন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.