আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ১১:০৭:৫২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৭ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ২ নম্বর হলের ২য় তলায় সমিতির লাইব্রেরী কক্ষে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে।

এ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন জেলা আইনজীবী সমিতির ১৪৩৯ জন ভোটার।

এ নির্বাচনকে ঘিরে জেলা বারে গত কয়দিন চলেছে জমজমাট প্রচার প্রচারনা। সমিতির প্রত্যেকটি বারে, চেম্বারে এমনকি ভোটারদের বাসায় গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ব্যাপক প্রচার-প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।

এবছর সভাপতি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সহ সভাপতি-১ পদে দুই জন, সহ সভাপতি-২ পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরী সম্পাদক পদে ২জন, নির্বাচন কমিশনার পদে ২জন  প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এছাড়া সহ-সম্পাদকের ৩টি পদে ৭ জন, কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে প্রার্থীতায় রয়েছেন ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী ও  মো. নুরুল আমিন। অপর প্রার্থী মো. আবুল কালাম প্রার্থীতা প্রত্যাহার করায় এপদে আর নির্বাচন হচ্ছে না।

সিলেটভিউ২৪ডটকম/১২জানুয়ারি২০১৭/এএইচ/এএএন

শেয়ার করুন

আপনার মতামত দিন