Sylhet View 24 PRINT

প্রথম নারী ইউএনও পাচ্ছে কানাইঘাট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ১১:২৩:৫৬

তাহসিনা বেগম, নতুন দায়িত্ব প্রাপ্ত ইউএনও কানাইঘাট

মাহবুবুর রশিদ,কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে প্রথমবারের মতো একজন নারী ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামপন্থী রক্ষণশীল এলাকা হিসেবে পরিচিত এই উপজেলায় নারী অফিসারে পদায়ন হওয়ায় ব্যপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মহলে।

নতুন দায়িত্বপ্রাপ্ত তাহসিনা বেগম শুক্রবার কর্মস্থলে যোগদান করবেন বলে সিলেটভিউকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বদলী হওয়ায় নতুন ইউএনও হিসেবে তিনি এখানে যোগদান করছেন । এর আগে তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ইউএনওর  দায়িত্বে ছিলেন।

তাহসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিসিএস কোয়ালিফাই করেছেন। তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। তার স্বামী মোঃ শহীদুল হক শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী।

সিলেটভিউ২৪ডটকম/১২জানুয়ারি২০১৭/এমআর/এএএন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.