Sylhet View 24 PRINT

উন্নয়ন মেলা থেকে সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ১৫:৫৫:০০

মো. এনামুল কবীর :: ৩ দিনের উন্নয়ন মেলা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সিলেট কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট।

এছাড়া তারা অন্যান্য সেবা দিয়েছে প্রায় ১ হাজার ১০০ জন পরিদর্শককে।

বুধবার মেলা শেষে স্টল গোটাতে গোটাতে সিলেটভিউ২৪ডটকমকে এ তথ্য জানালেন কাস্টম ইন্সপেক্টার মো. জুলহাস মিয়া।

তিনি জানান, মেলা শেষে তাদের আদায়কৃত রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৯ লক্ষ ৪২ হাজার ৫শ’ ৮১ টাকা।

তারা মোট ২শ’ ২১টি রিটার্ণ গ্রহণ করেছেন। ভ্যাট নিবন্ধন করেছেন ১৪টি আর প্যাকেজ ভ্যাট দিয়েছেন মোট ১৫টি।

এছাড়াও তাদের ইসিআর/পিওএস সংক্রান্ত তথ্য সরবরাহ ও বিক্রয় পরিমাণ মোট ১শ’৫২।

তাদের স্টল পরিদর্শন করে সেবা নিয়েছেন মোট ১১শ’ জন পরিদর্শক।

জুলহাস এবং অন্যান্য কর্মকর্তারা জানান, মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা ভালো সেবা দিয়েছেন তাদের পুরস্কৃত করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এ ক্ষেত্রে ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে তারা দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১২জানুয়ারি২০১৭/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.