Sylhet View 24 PRINT

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন উপলক্ষে র‌্যালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ১৬:২৩:০২

সিলেট :: প্রতিষ্ঠার প্রায় আড়াই দশক পর ১৭ জানুয়ারি ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হতে যাচ্ছে।

সমাবর্তনকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সিলেট এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয় ।
জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সিলেট এর পরিচালক ড. গোলাম রাব্বানী এর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।

ডেপুটি রেজিষ্ট্রার আব্দুল খালিক এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদন মোহন কলেজ এর অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, সরকারী কলেজ এর অধ্যক্ষ মো: আতাউর রহমান, মঈন উদ্দিন আর্দশ মহিলা কলেজ এর অধ্যক্ষ গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, এম সি কলেজ এর প্রভাষক মোসাদ্দেক আহমদ।

সমাবেশে বক্তারা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান বিশ্বে ২য় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় ২১ লক্ষ শিক্ষার্থী রয়েছে।প্রথম সমাবর্তনে প্রায় ৫ হাজার গ্যাজুয়েট অংশ গ্রহন করছে। বর্তমান ভিসি ড. হারুনূর রশীদ এর ডায়নামিক নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রতিযোগীতায় নিয়ে এসেছেন।

সমাবেশে বিভিন্ন কলেজের অধ্যক্ষগন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রাখছে সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরনের মাধ্যমে প্রতিটি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রকে আরো গতিশীল ও কার্য্যকর করার দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/১২জানুয়ারি২০১৭/প্রেবি/এমইকে


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.