Sylhet View 24 PRINT

কুলাউড়ায় আ’লীগের দুই গ্রুপের পৃথক ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১২:২১:৪৭

কুলাউড়া প্রতিনিধি ::  কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে এক গ্রুপের ইফতার মাহফিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান।

রবিবার (১৮ জুন) উপজেলা জনমিলন কেন্দ্র এবং পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

জানা যায়, রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদের জনমিলন কেন্দ্রে আওয়ামীলীগের উপজেলা কমিটির সভাপতি (একাংশ) ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সমর্থকেরা ইফতার মাহফিলে উপস্থিত থাকেন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা শ্রমীকলীগের সিনি. যুগ্ম আহবায়ক মো. সিপার উদ্দিন আহমদ, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক প্রমুখ।

এদিকে পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সফি আহমদ সলমানের সমর্থকেরা ইফতার মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি (অপরাংশ) নওয়াব আলী ওয়াজেদ খান বাবুর সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ফিরুজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ বজলুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মসুদ আহমদ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা শ্রমীকলীগের আহবায়ক অধ্যাপক মো. শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সয়ফুর রহমান সয়ফুল, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মান্না, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মো. আহবাব হোসেন রাসেল, তাঁতিলীগের আহবায়ক মো. খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজুল তায়েফ প্রমুখ।

পৃথক ইফতার মাহফিল সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান জানান, যারা দলীয় ব্যানার নিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয় তারা দলের জন্য অভিশাপ। কুলাউড়ার তৃণমূল আওয়ামীলীগের হাজারো নেতাকর্মী দলীয় সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে দলের সভানেত্রীর সিদ্ধান্ত বিদ্বেষী ওইসব সুবিধাবাদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

আলাদাভাবে ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে জানতে চাইলে রফিকুল ইসলাম রেনু জানান, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যেখানে উপস্থিত থাকেন, সেটিই দলের মূল অনুষ্ঠান। এর বাইরে কে কি করলেন, তা সম্পর্কে আমরা কোন মন্তব্য করতে চাইনা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.