Sylhet View 24 PRINT

সিলেটে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়: গ্রেফতার ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১৩:২১:১৬

নিজস্ব প্রতিবেদক ::  সিলেট নগরীর আম্বরখানার এক ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়েকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় আম্বরখান একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজু নামধারী সন্ত্রাসীবাহিনী কতৃক সিলেট নগরীর আম্বরখান ব্যবসায়ী এনামুল হক সোহাগ (৩০)কে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ২ লাখ ৯৮হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

মুক্তিপণ আদায়ের  পর, আবারও ছেড়ে দেওয়ার সময় মুক্তিপণ ৫ লাখ দেওয়ার সময়  মহানগর গোয়েন্দা পুলিশ অপহরণকারীদের রাজু নামে এক জন্যকে আটক করে সিলেট কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়। 

গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন-সিলেট নগরীর পুরান মেডিকেল কলোনী বাসীন্দা রাজু ।

কোতোয়ালী থানা ওসি গৌছুল আলম জানান, সিলেট নগরীর থেকে অপহরণকারী চক্রটির মধ্যে ১ জন আটক করে মহারগর গোয়ান্দা পুলিশ। পরে আমাদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপরে থানা একটি মামলা হয়েছে বলে তিনি জানান। যার নং(মামলা নং-হলো ২৬/২০১/তাং-১৭-০৬-১৭ইং) ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.